বসন্ত বিদায়
আশরাফ মির্জা
একটা বসন্ত বিদায় হলে
বছর ঘুরে আরেক বসন্ত আসে,
আশা ভঙ্গের পরেও যেমন
মনে আবার একই আশা জাগে।
যেমন নদীর বুকে তলান
চর, আবার নতুন করে ভাসে!
মানবের জীবনে বসন্ত তেমনি
আসা-যাওয়া খেলা খেলে।
সুন্দর দিনটা কাটিয়ে গেলেও
রাতে তান্ডবের দেখা মেলে।
জাতির জীবনেও বসন্ত তেমন
লুকিয়ে কে।থায় রয়েছে,
খরা ও বন্যার সমাবেশ যেমন
তারে আড়ালে রেখেছে।
দূর্যোগ কেটে গিয়ে একদিন
কুসুমিত বসন্ত আসবে,
সময় থাকতে কি এই জাতি
সেই চেতনায় জাগবে।