বসন্ত বিরহ । মুস্তফা হাবীব

- Advertisement -
- Advertisement -

বসন্ত বিরহ
মুস্তফা হাবীব

সুপ্রভা  তুমি বললে একটি পুকুর কাটো
যে পুকুরের সুপেয় জলে দুজনে বিবসনা হবো,
এমন কোনো অশ্বারোহী নেই আমাকে কেড়ে নেয় ।

তুমি আয়তকার পুকুরের পরিসীমা দিয়েছো
দৈর্ঘ্য প্রস্থ দাও নি, দাওনি পাড়ের বিস্তার
আমাকে স্বপ্নের ধাঁধায় ফেলে
মাধবী সেজে তুমি দু ‘চোখে মেখেছো পূর্ণিমা।

মেধার ঘাম ঝরিয়ে পুকুর কেটে চলছি,
গাণিতিক জট খুলে যখন পুকুর কাটা শেষ
খই মুড়ি সন্দেশ বাতাসায় যখন উদ্বোধন হবে
পুকুরের মাঝে যখন উড়াবো রঙিন রুমাল
তুমি বললে, আমার পায়ে অদৃশ্য বেড়ি ।

আজ পুকুরে মাধবী ফুটেছে সনাতন সৌরভে
অন্যজন রোজ সাঁতার কাটে ফুলতোলা ভঙ্গিমায়
সুপ্রভা তোমার স্বপ্নের পুকুরে আমি এখনও একা ।

- Advertisement -

আরো পড়ুুর