বস্ত্র দান
শাহী সবুর
তোমরা যারা সুখে আছো
দারুণ মাঘের শীতে
বস্তিবাসী কেমন আছে
খোঁজ তো পারো নিতে?
অল্প কিছু গরম কাপড়
যদি ওদের দিতে,
ওরা একটু আরাম পেত
প্রচণ্ড এই মাঘের শীতে।
কতো কাপড় পড়ে আছে
আলমারিটার ভাজে,
সেখান থেকে কিছু কাপড়
দাও গরিবের মাঝে।
তোমার কাছে হয়তো যেটা
একটুখানি দান,
তার বিনিময় বেঁচে যাবে
অনেক দুঃখীর প্রাণ।
মানব সেবা করলে কেহ
আল্লা ভালোবাসে,
সুখী মানুষ দাঁড়াও এসে
দুঃখী জনের পাশে।