বাজার দর উর্দ্ধমুখী
হামিদা আনজুমান
একদা এক স্লোগান ছিল
বেশি করে আলু খান
আলু খেয়ে বেশি করে
ভাতের উপর চাপ কমান।
সেদিন বুঝি বদলে গেলো
আলুর কেজি তাই ষাটে
আগুন দেখি, আগুন কোথায়?
দেখছি আড়ং আর হাটে।
বাজার গরম সবজি, মাছে
পেয়াজ, পেঁপে, আলুতে
কি নেবো কি নেবো ভেবে
ঘাম জমে যায় তালুতে।
কোথায় গেলো সস্তার সে দিন
পারলে কেহ বলে যান
নিত্য আনাজ কিনতে গিয়ে
দাম শুনে হয় গরম কান।
নিম্নবিত্ত, মধ্যবিত্ত
টানছে কেহ মাথার চুল
বাজারের দর উর্ধমুখী
দেখছে চোখে সরষে ফুল।
ঠিকানা…
হামিদা আনজুমান
নরসিংদী
বাংলাদেশ।
অন্যধারা//এমকেএ