বাতাসের সঙ্গে নির্জনে । শাহীন রেজা

বাতাসের সঙ্গে নির্জনে 
শাহীন রেজা

আজন্ম বাতাসের সঙ্গে বসবাস
অথচ এমন বাতাস
এমন বাতাস
বয়নি কখনো বুক খালি করা।

হু হু বাতাসে এমন বাতাসে
কখনো রাত্রি জাগিনি
এমন রাত চোখ বাঁধা নক্ষত্র আর
সারাশরীরে আলকাতরা ঢেলে দেওয়া।

এমন বাতাস মাখা রাতে
হু হু বাতাস বুক খালি করা
জেগে থাকি
শেষ ট্রেন ছেড়ে যাওয়া কোন এক ইষ্টিশনে
নির্জন ভাঙা বেঞ্চিতে
আর আঁকড়ে ধরি স্মৃতির পেন্সিল
রাত্রির শ্লেট জুড়ে কত ছবি কত নাম
শুধু খুঁজে পাইনা নিজের অবয়ব।

হু হু বাতাস বয় হু হু বাতাস
বুক খালি করা
এমন বাতাসে দীর্ঘশ্বাস বাড়ে
কখনো কখনো মেঘ নেমে এসে বৃষ্টি ছড়ায়
আর ভিজতে ভিজতে স্বপ্নশালিক
উড়ে যায় স্বর্গের দিকে
তার ডানার গন্ধ লেগে থাকে
রাত্রির হাতে হু হু বাতাসে।

কোনদিন এরকম রাত্রি জাগিনি
বুক খালি করা নির্জনে হু হু বাতাসে
এভাবে নিজেকে খুঁজিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here