মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের আহবানে এবং ঘিওর উপজেলা ছাত্রলীগের দিক নির্দেশনায় করোনা ভাইরাসের প্রকোপের কারনে শ্রমিক সংকটে থাকা মানিকগঞ্জের ঘিওরে প্রান্তিক কৃষকের জমির পাকা ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানা যায়, শুক্রবার (২৯ মে) উপজেলার বানিয়াজুড়িতে একজন কৃষকের ২২ শতাংশ জমির পাকা ধান শ্রমিকের অভাবে কেটে ঘরে তুলতে পারছিলেন না। এ খবর শুনেই হাজির ছাত্রলীগ নেতাকর্মীরা। বানিয়াজুরী ইউনিয়ন সরকারী স্কুল এন্ড কলেজ ছাত্রলীগ ও বানিয়াজুরী ইউনিয়ন ছাত্রলীগের একদল নেতাকর্মীরা তার জমির ধান কেটে তা বাড়িতে পৌঁছে দেয়। এসময় উপস্থিত ছিলেন, বাধন মিয়া, বুলবুল আহমেদ, শাওন মোল্লা, তানভীর ইসলাম, রুবেল মিয়া, মোবাছির মিয়া প্রমুখ।
অন্যধারা /৩০ মে ‘২০/এসএএইচ