বিচ্ছিন্নতা । রেজাউদ্দিন স্টালিন

বিচ্ছিন্নতা
রেজাউদ্দিন স্টালিন

 

দীর্ঘ এক বিচ্ছিন্নতা
শত বছরের অশ্বারোহী ঘোচাতে পারে না ব্যবধান
আলোকবর্ষ ধরে ছুটে আসা কোনো নক্ষত্রও না
বাতাসের শন শন
পাতায় পাতায় শিশিরের গভীর পতন
এক পদক্ষেপ থেকে আরেক পদক্ষেপ
এক দীর্ঘশ্বাস থেকে আরেক দীর্ঘশ্বাস।

হাহাকার তাড়িয়ে ফিরছে সময়কে
আর যন্ত্রণা হৃদয়কে
যদিও স্মৃতি আত্মসংহারক
আর জ্ঞান বিশ্বাসঘাতক
তবুও জ্ঞান আর স্মৃতিই একমাত্র সহায়।

দৃষ্টির আলিঙ্গণে ঘোচে না দূরত্ব
হৃদয়ের সুতোয় সেলাই করা যায় না অদৃশ্য
চুম্বনের লাভায় পোড়া ঠোঁট
চুলের শেকড়ে আটকে থাকা আঙুল
আর শেষ দেখার বিষন্ন বিকেল।

নিরুপায় ফিরে আসতেই হয়
অবিশ্রুত বর্তমানে
যেখানে পায়ের চেয়ে পথের দাম বেশী
এবং স্বপ্নের চেয়ে স্মৃতির
এখন কোন শব্দ সঙ্গীতের
আর কোন বাণী অমরত্বের
খুঁজতে যাওয়া বৃথা।

বিচ্ছিন্নতাই বড় হয়ে ওঠে জীবনের পিঠে
এই অনন্ত শূন্যস্থানে পৃথিবীর সবকিছু মূল্যহীন
একবিন্দু অশ্রুকণা ছাড়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here