স্পোর্ট ডেস্ক : ২৬ রানের জয় তুলে বিশ্বকাপে টিকে থাকা নিশ্চক করলো বাংলাদেশ। জয়ের পর দারুণ খুশি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ বলেন, ‘এই ম্যাচ জয়ে আমরা খুব খুশি; কিন্তু আমাদের আরও অনেক জায়গায় উন্নতি করতে হবে। আশা করি, সবাই খুশি।’
সাকিব-নাইমের প্রশংসা করে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘সাকিব এবং নাইম দুর্দান্ত ব্যাটিং করেছে। দারুন পার্টনারশিপ করেছে, যা আমাদের ১৫০ পেরোতে সহায়তা করেছে; কিন্তু আমাদের নতুন বলে আরও ভালো বোলিং করা উচিত ছিল। অনেকগুলো ওয়াইড দিয়ে ফেলেছি।’
দর্শকদের ধন্যবাদ দিয়ে রিয়াদ বলেন, ‘দর্শকদেরও ধন্যবাদ তারা এখানে খেলা দেখতে এসেছেন এবং আমাদেরকে জয়ী দেখতে চেয়েছেন। দেশের জন্য জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
অন্যধারা/সাগর