বিশ্বাসে বেধেছি ঘর । সুশান্ত হালদার

- Advertisement -
- Advertisement -

বিশ্বাসে বেধেছি ঘর
সুশান্ত হালদার

প্রত্যাশার বারান্দায় এখনো হতাশার বসবাস
অথচ বিকেলের সোনারোদে পেতেছি দু’দিনের সংসার
ঠোঁটের কার্নিশে জমিয়েছি জীবনের যবনিকাপাত
যায় যদি যাক মুছে জীবনের ধারাপাত ।

ঈশ্বর, খুব অবাক হচ্ছেন, তাই না?
ষড়রিপুর তাড়নায় যখন ভুলে গেছি ন্যায়-অন্যায়
ধর্মাধর্মের টানোপোড়নে যখন জীবন হচ্ছে অবক্ষয়
তখন আপনার নির্বাকতা সত্যিই আমায় নতুন করে ভাবায়।

হাসলেন যে!
ভাববেন না আমি অবিশ্বাসের নিয়েছি ইজারা
উলঙ্গ শরীরে যখন ঝলসানো রুটির ইশারা
তখন সুইজব্যাংকে দেখি ডলার ইয়েনের যৌনতা ।

সেই যে প্রেয়সীর গালে আলতো চুম্বনই হৃদযন্ত্রের ঘুরিয়েছিলো কাটা
তারপর জীবনের অলিগলি ঘুরে যখন দেখেছি
সম্বল আমার বিগ বাজেটের নিরঙ্কুশ হতাশা
তখন অভিশপ্ত জীবনে উদ্বৃত্ত করেছি শুধু আশা নিরাশার দোলা।

নারীর ভালোবাসায় শুধু বাড়িয়েছেন জ্বালা
অথচ দেখুন কতবার করেছি হৃদযন্ত্রের কাটাছেঁড়া
একবার যদি হোত মরণ তাহলে আর ভাবতাম না ।

- Advertisement -

আরো পড়ুুর