বিশ্বাস । ক্যামেলিয়া আহমেদ

- Advertisement -
- Advertisement -

বিশ্বাস 
ক্যামেলিয়া আহমেদ

সূর্য তখনো যায়নি অস্ত
হারিয়ে গেলো জীবনের সমস্ত!

বিভায় ছিলো আলোর স্ফুরণ
বৃক্ষছায়া পৃথিবীময়
চোখে তার স্বপ্নদ্যুতি
অবয়বে পরিচয়।

চিতার ছাই চিত্তে মেখে
কিছুটা উড়াই আজ
নিয়েছে বিদায় আঁধার এদিন
সূর্য সন্তাপ সাজ।

মায়ার স্মৃতিগুলো সব
এখনো নিভৃতে হাসে
দু’চোখে মধু রং
শিহরণে প্রতিভাসে।

আজো মন তাই,
অপেক্ষায় বসে থাকে, তীব্র তিয়াসা পাখি
এদিক ওদিক সবখানে যেনো
এখনি উঠবে ডাকি।

বিশ্বাস ফিরে সে আসবে
আকাশ বাতাস হাসবে আর
শুধু ভালোবাসবে।

- Advertisement -

আরো পড়ুুর