বিশ্বাস করি না
ক্যামেলিয়া আহমেদ
আমি বিশ্বাস করি না
কখনো সে বৃত্ত ছেড়ে চলে যাবে
মহাবিষ্ফোরণের পরেও দাঁড়িয়ে ছিলো অনড়
অসম্ভবের দেয়ালে পাঁজর গেঁথে
দুঃসময়কে করেছে জয়
উজ্জল সময় তার দ্বারপ্রান্তে
আমি বিশ্বাস করি না
কখনো সে বৃত্ত ছেড়ে চলে যাবে।
একটি সত্য সুন্দর হতে
বিশুদ্ধ আনন্দ উঠে আসবে যেদিন
জন্ম নিবে নতুন কোনো ভালোলাগা
ক্ষণকালের স্বর্গলোকে পৌঁছে যাবে।
যেখানে কণ্টক সেখানেই চিত্তশুদ্ধির রশদ
সম্ভাবনার হিরন্ময় পাহাড় সেখানেই।
জীবনকে স্থিত করে প্রজ্জ্বলিত হবে সময়
জ্বলে উঠবে মনে রাজমহলের ঝাড়বাতি
ঝিকঝাক আলোর ঝর্ণা
আমি বিশ্বাস করি না
কখনো সে বৃত্ত ছেড়ে চলে যাবে।