বিশ্বে লম্বা নাকের রেকর্ড তুর্কির ওজিইউরেকের

অন্যধারা ডেস্ক:

লম্বা নাকের মানুষের কথা বল্ললে যার নাম সবার আগে উঠে আসত তিনি হলেন থমাস ওয়েদারস। তিনি ছিলেন  ইংল্যান্ডের বাসিন্দা। তবে সেটা ছিল অষ্টাদশ শতাব্দীর কথা। থমাসের নাকের দৈর্ঘ্য ছিল ১৯ সেন্টিমিটার। বর্তমানে থমাসের রেকর্ড ভেঙ্গে জীবিত মানুষ হিসেবে সেই রেকর্ড গড়লেন তুর্কির মেহমেত ওজিইউরেক। তিনি প্রথম ২০১০ সালে গিনেস বুকে নাম লেখান। তখন তার বয়স হয়েছিল ৭১ বছর। তার নাকের দৈর্ঘ্য ৮.৮ সেন্টিমিটার বা ৩.৪৬ ইঞ্চি এবং দিন দিন তা বেড়েই চলছে। তার এই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেন নি।তিনি গত এক দশক ধরে এই রেকর্ডটি ধরে রেখেছেন।

অন্যধারা/আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here