বিশ্ব সন্ত্রাস । সৈয়দ আজিজ

বিশ্ব সন্ত্রাস 
সৈয়দ আজিজ

দাঁড়িয়েছি আমি বলতে কিছু কথা
বলতে পারি না সেটাও আমি জানি
তবুও আমাকে কিছুটা বলতে হয়
পৃথিবীতে আজ মৃত্যুর হানাহানি।

টুইন টাওয়ার ধ্বংস হচ্ছে এই যুদ্ধের সূত্র
অকারণে আজ মৃত্যুর হোলি খেলা
ইরাক সিরিয়া লিবিয়া যুদ্ধ
আফগানেতেও মৃত্যু হয়েছে মেলা।

টুইন টাওয়ারে মৃত্যু হাজার হাজার
এখান খেকেই সকল যুদ্ধ শুরু
কোনো ইহুদি মরেনি, এটাও সবাই জানে
শুধু জানে না অনেকে, এই শুভঙ্করের মানে।

এখন থেকেই পৃথিবী আজ অস্থির উন্মাদ
আইএস কাদের সৃষ্টি সেটাও জানা আছে সংবাদ
চীন সাগরেও শুরু হয়েছে যুদ্ধের পাঁয়তারি
যদি তাহা ঘটে তবে হবে যে মহা ভয়ঙ্করী।

ধ্বংস হবে এই দুনিয়ার সব
শান্তি হবে চিরতরে পরাভব।
পরাশক্তিকে ভাবতে হবে ওসব
নইলে চলবে ধ্বংসের মহা উৎসব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here