বিষাক্ত নিঃশ্বাস

বিষাক্ত নিঃশ্বাস
মোহাম্মদ আবদুল কাইয়ুম

অসহায়ত্বের বেদীতে অর্চণার নির্মাল্য হৃদয়ের উঠোন জুড়ে শুধু অব্যক্ত হাহাকার
চৌচির বিরাণ মনোজগতে করুণার ঝড়ে বিক্ষুদ্ধ আত্মচিৎকার।
এ পথে ফুটে না গোলাপ নষ্ট সময় বলে যায় নিষিদ্ধ সংলাপ,
প্রাণের স্পন্দন নেই আছে সাদা কাফনে মোড়া লাশের অস্পষ্ট বিলাপ।
কোজাগরী গল্পের বুড়ি ঘুরায় ছড়ি সেই কবে পরবাসে ফুল পরী,
কোথাও কেউ নেই হৃদয় পোড়ার গন্ধ আটকে গেছে জানালার কার্ণিশে,
বিদগ্ধ অন্তর নরক পুরীতে বাতাস কলুষিত বিষাক্ত নিঃশ্বাসে।
পলেস্তা খসে পড়া ধরা হামাগুড়িতে সারা কে দেবে দু’মুঠো বিশ্বাস!
ইবিলশ শয়তান স্বপ্নের হাটে দিয়ে যায় মিছে আশ্বাস।
জীবনের পাঠটীকা এখানে কি হবে যবনিকা হরিষাদে এ কোন বিষাদে।
আগুন জ্বলে বুকের ভিতরে শুধু দিন গনা কষ্টের প্রাসাদে,
গ্রহণ লাগে চুপি চুপি পূর্ণিমা চাঁদে নিগুঢ় অভিলাষের অপবাদে!
ক্লান্ত পথিক পথ হারায় বিরাণ পথে ব্যর্থ মনোরথে।
কোন সমীকরণে হলো না শূন্য পুরণে মরণের সাথে সন্ধি
সত্য অবগাহনে,
হৃদ মোহনায় আসেনা ফাগুন বিরহ বিলাস নিত্য সহবাস গলিত শবের সনে!

খাসনগর, ব্রাহ্মণবাড়িয়া,বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here