- Advertisement -
- Advertisement -
বৃষ্টির ছোঁয়া
হামিদা পারভিন শম্পা
কখনও ভরা পুকুরে
বৃষ্টির ছোঁয়া দেখেছ কি ?
স্নানের পরে মুগ্ধ হয়ে
যেভাবে আমায় দেখতে।
অমাবস্যায় জোনাকির নিস্ফল
আলোক বিচ্ছুরনের আত্মাহুতি,
কিংবা নির্ঘুম রাতের শেষে
বিষাদময় দু’নয়ন ?
দেখার সেই চোখ তোমার
ছিল কি কখনও,
ভালবাসো তুমি বুক ফুলিয়ে
দাবি করো এখনও।
তুমি সুন্দর খোঁজ
নারীর চোখে মুখে,
আমি সুন্দর খুঁজি
জীবনের পলে পলে।
তোমার ভালবাসা প্রতিনিয়ত
বদল জানি হয়,
আমার ভালবাসাও কবিতা হয়ে
ডায়রির পাতায় চাপা রয়।
- Advertisement -