বৃষ্টি তুমি বন্যা এনো না
কল্যাণ চক্রবর্তী
বৃষ্টি ভেজা কাকের শরীর হারিয়ে গেছে দেশে
এখন বৃষ্টি বন্যা আনে দেখছি কার্তিক মাসে
ডুবতে থাকে ঢাকা শহর সড়ক গলি মাঠ
গ্রামগঞ্জ হাওড়-বাওড় পুকুর নদী ঘাট ।
নীচতলার দেহখানি ডুবতে থাকে জলে
তবলা তবু বাজায় বৃষ্টি সকল টিনের চালে
কেমন সুখের মেখগুলোকে দেখছি হাসতে দিনে
আবার তাদের কাঁদতে দেখি সাগর সংকেত ঋণে।
হৃদয়হীন মেখগুলোকে বলছি তোরা শোন
এতো বৃষ্টি ঝরাও কেন কাঁদছে গরীব বোন
নিরন্ন ঘরের মাঝে হারায় শিশুর হাসি
তবু তুমি বাজাও কেন পতনমুখী বাঁশি।
বৃষ্টি ভালো বাংলাদেশে ক্ষেতমজুরের দাবি
অতিবৃষ্টি বন্যা এনে নেয় যে সকল ভাসি
বৃষ্টি তুমি বন্যা এনে ডুবিওনা আশা
একটু থামো জাগাও বুকে নিবিড় ভালোবাসা।