অন্যধারা ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ যদি বেশী ভাড়া গ্রহণ করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সোমবার (৮ নভেম্বর,২০২১) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি এমন হুঁশিয়ারি দেন।ওমন্ত্রী বলেন, ডিজেল ও তেলের দাম ভাড়ায় পরিবহন মালিক-শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন। তেলের দাম না কমালে ভাড়া বাড়ানোর কথা পরিবহন মালিক-শ্রমিকদের পক্ষ থেকে। অবশেষে সরকার ও পরিবহন নেতাদের সমঝোতা হয়ে ভাড়া বাড়ানো হয়। কাজেই কোন পরিবহন যদি সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশী ভাড়া গহণ করেন তবে তার বিরুদ্ধে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।মন্ত্রী আরও বলেন, যে সকল যানবাহন গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত তাদের ক্ষেত্রে বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না।
সাপ্তাহিক অন্যধারা//আর এম