বেয়াদবের আস্তাবল । হাসান নাশিদ

বেয়াদবের আস্তাবল
হাসান নাশিদ

 

কেউ কি জানো বেয়াদবের
আস্তাবলও আছে?
সার্টিফিকেট ভূরি-ভূূরি
এমন লোকের কাছে!

না পারে সে করতে পূরণ
ছোট ছোট চাওয়া,
না পারে সে করতে আড়ি
বসে বসে খাওয়া!

সুযোগ খুঁজে বুঝে শোনে
যখন বাড়ায় গতি,
আস্তাবলের গাধা-ঘোড়ায়
তখন করে ক্ষতি!

মানুষ নামের অমানুষের
এমন আস্তাবল,
বলতে পারেন কেউ কি তাকে
সঠিক রাস্তা চল?

বেয়াদবি নেশা-পেশা,
রেষারেষি তার,
নিত্যনতুন কলা ছাড়াও
যেসব করে আর-

বলতে গেলে মহাভারত,
রামায়ণও ফেল;
যার কারণে এখন আমি
খেটেমরি জেল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here