বোশেখ মাসের রুদ্র হাওয়া
আনোয়ার কামাল
বোশেখ মাসের রুদ্র হাওয়া
যাচ্ছে লাগাম ছাড়া
আমরা সবাই মাতাল হলাম
ছুটছি বাঁধন হারা।
কালবোশেখি ঝড়ের নাচন
আকাশ বাতাস কাঁপে
দুরু দুরু পাখ পাখালি
বুকটা সবার কাঁপে।
জ্যৈষ্ঠ এলে আম কাঁঠাল আর
মধুমাসের মৌতাত
মাসটা কিন্তু বোশেখ থেকেই
ধরছে জ্যৈষ্ঠের হাত।
যতই আসুক কালবোশেখি
যতই আসুক ঝড় তুফান
মাসটা কিন্তু বাংলা সনের
প্রথম মাসের রাখবে মান।
হালখাতা আর নতুন সাজে
উৎসবে আজ গানে গানে
নারী-পুরুষ, কন্যা জায়া
আনন্দ ঝড় জাগে প্রাণে।