ব্যক্তিগত
জাকির আবু জাফর
আমার কিছু ব্যক্তিগত জোছনা আছে
লুকিয়ে রাখি অদম্য এ বুকের কাছে
বুকের বিতান ছড়িয়ে পড়ে চাঁদের বনে
জোছনা ভোজের আনন্দময় আমন্ত্রণে।
চাঁদের বুকে বিনম্র তার রূপের সারি
মধ্যরাতে চাঁদ হয়ে যায় জলকুমারী
জলের শরীর কম্পিত তার হৃদয় ভারে
চমকে ওঠে ঢেউয়ের ফণা জলের ধারে।
আমার কিছু ব্যক্তিগত বৃষ্টি আছে
মেঘের খামে পাঠিয়ে দেবো তোমার কাছে
বৃষ্টিগুলো তোমার চোখের অশ্রু ধারা
কপোল বেয়ে নামবে নদী ছন্দহারা
মন বাঁশরির সুর ভিজিয়ে বৃষ্টি হবে
শ্রাবণ মেঘের সন্ধ্যাগুলো আনবো তবে
ব্যক্তিগত অতীত কথা বলবো কি আর
বুকের দেশে উত্থিত তার স্মৃতির মিনার
রৌদ্র ছায়ার নকশা আঁকে মনের তুলি
তোমার চোখের উদ্যানে এই হৃদয় খুুলি
ব্যক্তিগত রাত্রি আছে আমার জানি
রাতের বুকে রাত তবু হয় অভিমানী
অভিমানের অশ্রুগুলো করছি জমা
অশ্রু মুছে প্রেম হয়েছে তিলোত্তমা
আমার কিছু ব্যক্তিগত কষ্ট আছে
কষ্টগুলো বলবো না আর তোমার কাছে
তুমি বরং সুখের জলে কাঁপন তোলো
নিভৃতিতে নিমগ্নতার দুয়ার খোলো।