ভাগ্য বিমুখ
ক্যামেলিয়া আহমেদ
অশান্ত মন দুঃসহ উত্তাপে অস্থির
গতিহীন সময় মুখ থুবড়ে পড়ে আছে, নির্বাক নির্মম
হৃদয় তবু কান পেতে রাখে তার পথতলে নিরবে
নিমেষহীন তাকিয়ে থাকে, তারপর
পৃথিবী কেঁপে উঠে কান্নার ধ্বনিতে, তখন চারিদিক শুনশান।
বিদ্বেষের আগুনে পুড়া ভষ্ম
উড়ে এসে জড়িয়ে পড়ে শরীরে, আত্মা জর্জরিত
এই ঝঞ্জাঝড়, এ দিন, খুব দুঃখের দিন
হৃদপিন্ডের রক্ত শতদল শীতল হয়ে যায় কষ্টে
হায়, এই অবনতশির দেখলোনা এক নিমেষও ।
এই সুদীর্ঘ দিন রাত্রি দাঁড়িয়ে রয়েছে প্রলয়ের কিনারে
ভাগ্যের উপহাসে সময় শংকিত
এরপর,কি হতে বাকি রয়েছে
প্রতিবার শুদ্ধ চিত্তেই ব্রত হয়
ভাগ্য বিমুখ, ভেসে যায় সব অবজ্ঞার স্রোতে
চেতনা সংশয়ে পড়ে সত্য মিথ্যের দোলাচলে
অন্ধকারে দিগ্বিদিক হারায়
হৃদয়ে জেগে উঠে মরমি সুর ।