ভাবাবেগ । জাফর পাঠান

ভাবাবেগ
জাফর পাঠান

এমন সময়ের চার দেয়ালে হয়েছি বন্দি
ষঢ়ঋতু পথ হারিয়ে নিরানন্দে করে সন্ধি
সন্ধাতারা উঠেনা আর ফোটেনা সন্ধামালতী
সপ্তসিন্ধু তুলেনা সপ্তস্বর করে গাফিলতি।

নিতিদিন বাড়ছে দেয়াল হারাচ্ছে দৃষ্টিসীমা
তরঙ্গিণী হারাচ্ছে তরঙ্গ হারাচ্ছে তরুণিমা
উঠে তপন করে আলো বপন তবু তমসা
সন্ত্রন্ত সন্তাপ কাঁদে সন্তর্পণে নয় সহসা।

অমানিশির চাদরে ছেয়ে যাচ্ছে পুরো আকাশ
মুমূর্ষু দেহ নিয়ে অক্সিজেন হারাচ্ছে বাতাস
রিখটার স্কেলে ভূ-কম্পন বাড়ছে ধেয়ে ধেয়ে
বুঝেনা ভুবন প্রেমিক নগদ ক্ষমতা পেয়ে।

বন্দি আমি বন্দি উনি, বন্দি মানবতার জাতি
ভেবে ভেবে কাটাই সময় জাগি নিশুতি রাতি
এ এক চরম গরম যন্ত্রণার পরিবেশ
কৃত্রিম চাকচিক্যে ভাবে নির্বোধেরা আছি বেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here