আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বাজার এখন বাংলাদেশের ইলিসের ছড়াছড়ি। পূজাতে বাংলাদেশ পশ্চিমবঙ্গের জন্য খুলে দিয়েছে ইলিশের দরজা। সাময়িক ভাবে প্রত্যাহার করে নিয়েছে নিষেধাজ্ঞা। আগামী ১০ই অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ।
ইলিশ বোঝাই প্রথম চালানের ট্রাক বুধবার রাতে বেনাপোল-পেট্রাপোল স্থলসীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। ২০৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশের ৫০টি প্রতিষ্ঠান। মাছ রপ্তানির সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ৪০ মেট্রিক টন করে পাঠানোর অনুমতি দিয়েছে সরকার। প্রতিটি মাছের ওজন এক কেজিরও বেশি।
বাংলাদেশের ইলিশের চাহিদা পশ্চিমবঙ্গে অনেক। দীর্ঘদিন ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও কলকাতার বাজারে চাহিদা কমেনি। বরং এবার ইলিশ রপ্তানির খবরে পূজায় বাড়তি আনন্দ তৈরি হয়েছে কলকাতার বাজারে।
অন্যধারা/সাগর