স্পোর্টস ডেস্ক
‘আফগানিস্তfন নিউজিল্যান্ডের বিপক্ষে হারলে কী করবেন’ এমন প্রশ্নের উত্তরে রবিন্দ্র জাদেজা বলেছিলেন, ব্যাগ-ট্যাগ গুছিয়ে বাড়ি চলে যাবো। এবার সত্যি সত্যি হয়তো ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন জাদেজাসহ ভারতীয় ক্রিকেটাররা। কেননা সোমবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচ বাকি থাকলেও নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের পরাজয়ে আজই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে ভারতের। অঘোষিত কোয়ার্টার ফাইনালে পরিণত হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করে ১২৪ রানের টার্গেট দেয় আফগান বাহিনী। জবাবে একদম সহজভাবে খেলে মাত্র ২ উইকেটের বিনিময় ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় কেইন উইলিয়ামসনের দল। আর এতেই বিদায়ঘণ্টা বাজে ভারতের। অবশ্য শুধু ভারত নয়, আবুধাবির জায়েদ স্টেডিয়ামে কিউইদের ৮ উইকেটের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানেরও। দুই সহযোগী সদস্য দেশের বিপক্ষে জয় নিয়েই বিশ্বকাপ থেকে ফিরতে হচ্ছে টি-টোয়েন্টির নবশক্তি আফগানদের। আর পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে গ্রুপ-২ থেকে সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গী হলো নিউজিল্যান্ড। সেমিতে তাদের প্রতিপক্ষ কারা হবে, তা জানা যাবে রাতের ম্যাচের পর। অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার মার্টিন গাপটিল। তবে তাকে বেশি দূর যেতে দেননি রশিদ খান। ইনিংসের নবম ওভারে রশিদের গুগলিতে বোল্ড হয়ে যান ২৮ রান করা গাপটিল। এর মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন রশিদ। এরপর আর বিপদ ঘটতে দেননি অধিনায়ক কেইন উইলিয়ামসন ও উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ে। দুজনের অবিচ্ছিন্ন ৬৮ রানের জুটিতে সহজ জয়ই পায় নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৪২ বলে ৪০ ও কনওয়ে ৩২ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন।
অন্যধারা//এমকেএ