ভালোবাসার দিনগুলি
কল্যাণ চক্রবর্তী
ভালোবাসার দিনগুলি উল্টো পথে চলতে থাকে
লাউয়ের ডগায় ফুলগুলি হাসতে থাকে মনের তাকে
খুনশুটি আর হাওয়ার দোলায় দোলতে থাকে স্বপ্ন আবির
অর্থ বিহীন কথার তুবড়ি ছোড়ার মাঝে বাড়ে খাতির ।
সময় ঘড়ি চাঁদের দেশে হারায় চলার পথ
সঙ্গসুখের হাওয়াই জাহাজ চালায় গোপন রথ
কতো পথের জানলা খুলে আলাপ বাড়ায় সুখ
আলতাবিহীন স্বপ্নগুলো রাঙিয়ে দেয় মুখ।
অতীত তখন তুষার গর্ভে ফসিল হয়ে থাকে
ভবিষ্যতের তারার মেলায় বুকটা ভরে রাখে
যাত্রা পথের জাল বুনে যায় ভগীরথির ঢেউ
অন্ধকারে অলোর দেখা পায়যে আবার কেউ ।
কতো খেলার বেলুন উড়ে চোখের মণিকোঠায়
ভূমিকম্পের দোলনা দোলে কচি লাউয়ের বোটায়
প্রেমিক তখন শূন্য কক্ষে হাটে বায়ুর পরে
সমাজ সংসার ভেঙ্গে পড়ে আবেগঘন ঝড়ে ।