ভালোবাসার মাহফিল- সাজেদা হেলেন

ভালোবাসার মাহফিল
সাজেদা হেলেন

 

 

 

তুমি তো বলেছিলে,
আমায় নিয়ে গাছের মগডালে লতায়-পাতায় সবুজের মায়ায় বাঁধবে মায়াবী নীড়,
সেখানে পাখির ছানার মত প্রজনন হবে,
মুক্ত আকাশে সপরিবারে ডানা মেলে ভেসে বেড়াবো।
তবে কি সব ভুলে গেলে!
হারিয়ে গেল সব কথা!

তুমি তো বলেছিলে,
সমুদ্রের এপার থেকে ওপার অদৃশ্য সেতু নির্মাণ করে দিবে,
নদী যেন আমাদের কোনো বাঁধা না হয়ে দাঁড়ায়।
আকাশের চাঁদ-তারা পথ দেখিয়ে নিয়ে যাবে আমায়,
তুমি খুব স্মরণ করিয়ে দিতে নীলাম্বরী শাড়ি আর চুলে বেলি ফুলের মালা জড়াতে।
ভুলে গেলে সব!
হারিয়ে গেল সব কথা!

তুমি বলেছিলে একদিন গোধূলি বেলায় ঝুম বৃষ্টিতে বারান্দায় দু’জন একই ব্লাক কফির পেয়ালায় একসঙ্গে ঠোট ডুবাবো।
আমাদের মিষ্টি মধুর সম্পর্কের মাঝে আবার না বেরসিক মৌমাছি, পিঁপড়ে কফির কাপে সাঁতার দেয়।
তবে কি আজ সব ভুলে গেলে!
হারিয়ে গেল সব কথা!

তুমি তো বলেছিলে,
ভালোবাসার শৈল্পিক জীবন দিবে আষ্টেপৃষ্ঠে বেঁধে,
বনফুলের দূর্বা-ঘাসে মুখোমুখি বসে রচনা করেছ কত কাব্যিক ইতিহাস।
তবে কেন আজ ভালবাসার মাহফিল থেকে একটি একটি করে নক্ষত্র ঝরে পরলো!
সব ভুলে গেলে!
হারিয়ে গেল সব কথা!
তোমার হৃদয়ের লিপিবদ্ধ পাতা থেকে-

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here