ভাল-মন্দ দ্বন্দ্ব । আলী মুহাম্মদ লিয়াকত

ভাল-মন্দ দ্বন্দ্ব
আলী মুহাম্মদ লিয়াকত

তোমার মুক্ত চিন্তা তোমাকে বিপদগ্রস্ত করবে,
যেমন ঝিনুক তার মুক্তা বুক খুললেই,
তাকে সম্ভাব্য শত্রুর মুখোমুখি হতে হয়।
তাই বলে তুমি নিজেকে গুটিয়ে রেখো না।

তুমি যদি বড় মনের, বড় মাপের মানুষও হও,
তাহলে হীনমন্য ও ক্ষুদ্র চিন্তার ছোটলোকেরা
তোমাকে সাপের মত ফনা তুলে ছোবল দিবে।
তাই বলে তুমি তোমার মনকে ছোট করো না।

তুমি যদি বিত্তবান ও উচ্চপদস্থ হও,
তাহলে নিত্য তোমার আত্মীয় গজাবে,
যেমন উর্বর মাটিতে হামেশা আগাছা গজায়।
তাই বলে বিত্ত মাঝে চিত্তকে হারিয়ে ফেলো না।

মানব কল্যাণে যদি মহৎ কিছু গড়ো,
কিছু কুটিল মানুষের কপট দৃষ্টি-বাণে,
অকস্মাৎ সব কিছু ধূলিসাৎ হতে পারে।
তাই বলে কল্যাণ সাধন থেকে সরে যেও না।

তোমার যা ভালো, যদি আলোর মত বিলিয়ে দাও,
তাহলে অন্ধ-বদ্ধ সব কুপমন্ডুকেরা
তোমার জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারে।
তাই বলে আলোর পথযাত্রা ক্ষান্ত করো না।

তোমার মুক্ত চিন্তা, তোমার উদার মন,
মানব কল্যাণে তোমার সাধনা ও শ্রম,
কোন একদিন স্বীকৃত ও সংবর্ধিত হবেই।
কারণ,
পৃথিবীতে ভালো মানুষের কোনদিন অভাব হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here