- Advertisement -
- Advertisement -
ভেঙ্গেছি পিন্জর
সরদার ফাতিমা জহুরা ময়না
সংসার খাঁচায় বেঁধে দিলো আমায়
আপন মনে কাঁদতাম নিরালায়!
তোমরা তখন কোথায় ছিলে?
যারা আমায় মিথ্যা অপবাদ দিলে!
বিনা অপরাধে খেতাম কত পিটুনি
সারা অঙ্গে টাটায় ব্যাঁথার খিঁচুনী
তোমরা তখন কোথায় ছিলে?
আমার গায়ে দোষের ছিল বসালে!
সন্দেহের চিতায় পুড়াতো আমায় কতো
আমি হইনা ওরে সতীসাদ্ধি যতো
তোমরা তখন কোথায় ছিলে?
যখন সে মনটা দিয়েছে থেতলে!
দেখোনা এবার জমবে ক্যামন খেলা
ভুল মানুষের চুকিয়েছি সব ঠেলা
সঠিক মানুষের বুকে নেবো ঠাঁই
আমার আর কষ্টের বালাই নাই-
- Advertisement -