ভেজা চোখ । বেপারী নজরুল ইসলাম

- Advertisement -
- Advertisement -

ভেজা চোখ 
বেপারী নজরুল ইসলাম

কে বলেছে তোমায়
আমি দাঁড়ি-গোফ রেখে
দেবদাস হয়েছি,
আমি তো তোমার প্রেমে পাগল হয়ে
মজনু সেঁজেছি।

মজনু যেমন লাইলীর খোঁজে
ঘুরছে পথে পথে
আমি শুধু তোমার স্বরণে
কবিতা লিখি রাতে।

লাইলী মজনুর প্রেম পিরিতি
একই সুতোয় গাঁধা
আজ তোমার অন্তরে ঠাঁই নিয়েছে
মির্জাফরের কথা।

সে কারনেই হলো না ভবে
তোমার আমার জুটি
তাই তো এ জীবন থেকে
তুমি নিয়েছ ছুটি।

আজ প্রমান করে দিয়েছে
জলে ভেজা চোখ দু’টি
তোমার প্রতি এ মনের
ভালোবাসা ছিল কতটা খাঁটি।

- Advertisement -

আরো পড়ুুর