বার্লিনের পাঁচিলটা ভেঙে ফেলা হলো
তোমাদের হৃদয়ের পাঁচিলটা ভেঙে দাও না বন্ধু
ভাঙার বদলে দেখছি আরোও সুদৃঢ় হচ্ছে
আমাদের ইচ্ছে ঘুড়ির সুতা হচ্ছে আরো দীর্ঘতর
নির্মল আশার স্বপ্ন পদদলিত হচ্ছে বারবার
আমরা চাই তোমরা হও একই বৃত্তের ফুল
তোমরা সারাদিন তোমাদের চিন্তায়ই মশগুল
আমাদের কথা ভাববার অবকাশ তোমাদের কথায়?
সুন্দর স্বপ্নগুলো মেঘ হয়ে সুদূরে উড়ে যায়
ভেঙে দাও না বন্ধু এই হীনমন্যতার কৃষ্ণ পাঁচিল
আমরা সবাই হই শান্ত নদীর ডানা মেলা গাঙচীল
একটু শান্তি দাও, একটু স্বস্তি দাও, দেবে কি বলো?