মদমত্ত
সৈয়দ আজিজ
কোনো মদই ভালো নয়
চোলাই মদ বা শক্তির মদ
দুটোতেই ঘটায় সমুহ বিপদ
রাজকবি আর কবিরাজ
দুজনেই চায় সমাজ যেন সুস্থ হয়
আমি রাজকবি বা কবিরাজ নই বটে
তাই সম্ভাবনা কখন ব্যত্যয় ঘটে
আমাদের অনিষ্টে তোমাদেরই ক্ষতি
আমি ইঙ্গিতে সবাইকে সুপথ দেখাই
রক্ষা করতে চাই ভবিষ্যতের দুর্গতি
আমি ভালোকে ভালো বলি
খারাপকে বলি খারাপ
আমি চাই তোমরা হও নিষ্পাপ
সত্যের কোনো বিকল্প নাই
আমি সকলের সর্বাঙ্গীন ভালো চাই।