মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা দেশে ফিরতে চায়

সৈয়দ এনামুল হুদা :  বর্তমান সময়ের একটি আতঙ্কিত নাম হচ্ছে করোনা ভাইরাস। যা কোভিড-১৯ রোগে আক্রান্ত করছে সারা বিশ্ববাসীকে। এ ভাইরাসে গত বছরের ১৭ নভেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে সর্বপ্রথম কোভিড-১৯ এ আক্রান্ত রোগী সনাক্ত হয়। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা (হু) এর তথ্য অনুযায়ী যা বর্তমানে সারা বিশ্বে ২১৫ টি দেশে ছড়িয়ে পড়ে। কোভিড-১৯ এ ৪১,৩২,৩৬৫ জন আক্রান্ত হয়েছে, ১৪,২২,৭৪৫ জন সুস্থ এবং মৃত্যুবরণ করেছে ২,৮৩,৩৮৭ জন।বাংলাদেশও এর কড়াল থাবা থেকে মুক্ত নয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশে সর্বমোট ১৫,৬৯১ জন আক্রান্ত, সুস্থ হয়েছে ২,৯০২ জন এবং মৃত্যুবরণ করেছে ২৩৯ জন।
করোনা (কভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে যখন পুরো বিশ্ব দিশেহারা হয়ে গেছে, ঠিক এমনি সময় মানিকগঞ্জ জেলার মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত একজন ছাত্র তার ফেসবুক টাইমলাইনে মদীনা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ২৫০ জন শিক্ষার্থীদের দেশে আসার জন্য প্রধানমন্ত্রীর নিকট সাহায্য প্রার্থনা করেছেন । যা পাঠকদের উদ্দেশ্যে হুবুহু তুলে ধরা হলো :
‘করোনা ভাইরাস গোটা পৃথিবীকে নিস্তব্ধ অবরুদ্ধ করে রেখেছে। শিক্ষা ব্যবসা সব কিছুই থমকে গেছে। চীনের উহান শহর থেকে এর যাত্রা শুরু হলে এঁকে এঁকে গোটা বিশ্বে তা ছড়িয়ে পড়ে। সেই ধারাবাহিকতায় সৌদি আরবে গত ২ মার্চ তেল সমৃদ্ধ কাতিফ শহরে একজন করোনা রোগী সনাক্ত হয়। এরপর ৬ মে সৌদি আরবের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও সকল আবাসিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন। ২ এপ্রিলে মক্কা মদিনা সহ গুরুত্বপূর্ণ এলাকা ২৪ ঘণ্টা কার্ফিউ জারী করা হয়। শিক্ষার্থীদের লেখাপড়া অনলাইনে চলতে থাকে। প্রায় ২ মাস অনলাইনে পড়ালেখা শেষ করে শুরু হয় পরীক্ষা। ২৫-এপ্রিল থেকে শুরু হয়ে ৫-মে তে পরীক্ষা শেষ হয়েছে। আর সৌদি আরবে মে থেকে আগস্ট হজ্ব এবং রমজান উপলক্ষে সকল ইউনিভার্সিটি বন্ধ থাকে। এই সময় বিদেশী শিক্ষার্থীরা নিজের দেশে চলে যান। এবার অনলাইনে পড়ালেখা হওয়ায় উন্নত দেশগুলোর শিক্ষার্থীরা বিশেষ বিমানে আগেই নিজ দেশে চলে গেছেন। আবার কোনো দেশের শিক্ষার্থীরা পরীক্ষা শেষ হলেই চলে যাচ্ছে। যদি ঐ সব দেশে করোনা পরিস্থিতি বাংলাদেশের তুলনায় খারাপ। তবু রাষ্ট্র তার দেশের নাগরিকদের দেশে যাওয়ার অনুমতি দিচ্ছে। খুশির খবর হলো সৌদি আরবে কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয় নাই। মদিনা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থী রয়েছে ২৫০ জন। তারাও নিজের দেশে ফিরে যেতে চায়। কিন্তু  রাষ্ট্র থেকে কেন অনুমতি মিলছে না এর উত্তর জানার অপেক্ষায় বাংলাদেশের ২৫০ জন বাংলাদেশী শিক্ষার্থী’।

 

অন্যধারা/১১ মে ‘২০/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here