মন ভালো নেই । মাহবুব এ রহমান

মন ভালো নেই
মাহবুব এ রহমান

মন ভালো নেই আমার
বিকেল বেলা খেলতে যাওয়ায় গাল খেয়েছি মামার।
আচ্ছা দেখ্, সারাটা দিন ইশকুলেতে থাকি
তারপরেও এত্তো বকা কেমনে গায়ে মাখি!
সন্ধ্যা পরে রুটিন মাফিক পড়ালেখাও করি
টেবিলটাতে কলম-খাতায় খাই তো গড়াগড়ি।

আমার শুধু কাজ কি বলো থাকতে মজে পাঠে?
শখটা কি আর হয় না আমার খেলতে যেতে মাঠে!
ইচ্ছে কি নেই তবে-
রবিন-রাশেদ-মুসা’র সাথে মাতবো কলরবে।

সব ঠিকাছে মাঠে যাবো। সেই অধিকার হারা
মামার জ্বালায় বাড়ি এখন অভিনব কারা!

দেন যে মামা মানা-
থাকতে সুযোগ পাখির মতো মেলতে দু’টি ডানা।

ভাল্লাগে না নিষেধ-বারণ ভাল্লাগে না খাঁচা
উঠছি আমি হাঁপিয়ে এবার , কেউ আমারে বাঁচা।

 

অন্যধারা/৫ মে-২০১৮/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here