মমি পুতুল
সাব্বির আলম চৌধুরী
যতোবার তোরে দেখেছি
ততোবার আমি হারিয়েছি
যতোবার এ হৃদয় হারিয়েছে
ততোবার ঐ হৃদয় দেখেছে।
এ জীবন বয়ে গেলো
তোরে মমি পুতুল করে
স্মৃতির পাতায় বদলালো
তোর দুষ্ট মিষ্টি ছলনাতে।
মন বাড়িতে তুই ছিলি
আছিস এ ধরার মাঝে
করিডরের উষ্ণ বহতায়
গাইছে তোরই গান সুরে…।
সাঁজে খুঁজে তোর মুখ
রাতে খুঁজে একটু সুখ
হৃদয় জালানায় বইছে বাতাস
বৈরী হাওয়ায় শুধুই হতাশ।
আমি হারিয়েছি তোরে দেখে
হৃদয় কোঠরে বেঁধে রেখে।।