- Advertisement -
- Advertisement -
মহান মুজিব
ইশতিয়াক আহমেদ মনির
তোরা চল্ রে, ভ্রাতাগনে,
ডাক দিলেন মজিবুর।
কণ্ঠে ঝড়িল বর্জ্ব্যবীণা
আহ্ববানে করুণ সুর!
ডাক দিলেন ‘মহান-মুজিব’;-
ওহে ভ্রাতাগণ;
দেশটাকে আজ বাঁচাতে হলে
করতে হবে রণ!
মহান নেতার আহ্ববানে
বঙ্গজয়ের ব্রত প্রাণে!
ছুটিল শ্রমিক-চাষা;
করিব বিনাশ পাক্-বাহিনীর
সবার মুখের ভাষা!
যদি প্রাণ চলে যায় বঙ্গজয়ে,
কেবা করিবে ভয়!
আজি মান বাঁচাতে বীর বাঙালীর
হতেই হবে জয়!!
নাঁচিলো ধমনী, দেহেতে ফিরিল প্রাণ;
চারিদিকে মুখরিত; কণ্ঠে জয়ের গান!
সোনার বাংলা, পেয়েছে বটে-
এক সহস্র দস্যি- ছেলে;
আজি শান্ত তাঁরা! ঘুমিয়ে আছে,
বাংলা মায়ের কোলে!!
- Advertisement -