- Advertisement -
- Advertisement -
মাছের জীবন
জাহাঙ্গীর ফিরোজ
তাল-সুপুরির দীর্ঘ ছায়া
একটি দুটি হিজলতরু
পুকুর পাড়ে,খালের ধারে
বৃদ্ধ বরুন
ঝরছে কেবল হলুদ পাতা।
দুপুর গড়ায় নিঝুম বিকেল
উড়ন্ত এক মাছরাঙ্গা স্থির
দুইটি ডানা ভীষণ অধীর
জলের মুকুর গাছের ছায়া
ভাঙল হঠাৎ ভাঙল হৃদয়;
মাছের জীবন ভয় শিহরণ
কাঁপছে ঠোঁটে জলের মায়া
শেষ বিকেলে মাছের চোখে
ফুরিয়ে গেলো জলের কায়া।
মাছরাঙ্গাটি বসলো অাবার বরুন ডালে।
- Advertisement -