মাতাল দুপুরবেলা
সৈয়দ আজিজ
সেদিন দুপুর বেলা
ঢেউগুলো সব খেলছিল তীরে আছড়ে পড়ার খেলা
মাঝ নদীতে অথৈ জল মরছিল ঘুরে ঘুরে
ঢাকা শহরের যানজট থেকে অনেক অনেক দুরে
গাঙচিলগুলো ব্যস্ত হাওয়ায় ডানার সন্তরণে।
আমরা দু’জন পাশাপাশি বসে অকারণ আনমনে
তোমার শরীর তোমার চুলের মৌ মৌ হাওয়া ঘ্রাণ
স্তব্ধ দুপুর ব্যাকুল বিভোর করেছিল মন প্রাণ
ঘাসফুলগুলো কাশবন ঘেঁসে বেগুনি হলুদ লাল।
আমরা তখন সৃষ্টি সুখের প্রেমেতে উন্মাতাল
মনে আছে সেই দ্রুতলয়ে বুক কাঁপা?
না বলা ভাষায় ব্যক্ত সকলই রহিল না কিছু চাপা
নদী হয়েছিল ঈর্ষাকাতর আরো ভাল বাঁক দেখে।
আমরা তখন স্বপনমগন হৃদয়ে হৃদয় মেখে
চিত্তকুসুম নৃত্য পাগল প্লাবনো দোলা
দু’জনেই যেন সেদিন ছিলাম ভীষণ আপনভোলা
অলকার মত বন্ধনহীন ছিলাম তুমি ও আমি
আমাদের প্রেম আজো আছে সেই সেদিনের মত দামী।