মানচিত্রের বাস্তব রেখা । মুহম্মদ হেলাল উদ্দীন

- Advertisement -
- Advertisement -

মানচিত্রের বাস্তব রেখা
মুহম্মদ হেলাল উদ্দীন

অনেক রঙের সমাহারে, একটি মুখ স্পষ্ট হয়ে ওঠে
হৃদয়ের গভীর থেকে টেনেআনা মুষ্টিবদ্ধ সাহসের রঙ
ঘামেমেশা মাটির রঙে চোখে মুছেনেয়া রাগ নদীর রঙ
প্রাকৃতিক নিয়মে শক্তি যোগানো কলিজার বাঁধভাঙা ক্ষুভিত রঙ

চোখের মনির সাথে সূর্যের মিশে যাওয়া রঙে হেসে ওঠে
সাগর জলোচ্ছ্বাসের মতো ফুলে ওঠা বুকে
বিদ্যুত চমকের মতো জয়রঙ বৃষ্টির উল্লাসে
পৃথিবীর সকল গোলাপের কাঁটায় বিদ্ধহয়ে আমাদের বুক
শাপলার রঙেরমতো হেসেওঠে, স্বাধীনত।

কলিজার বিষুব রেখায় তিন পৃথিবীর রঙনিয়ে
রক্তাক্ত মার্চের রঙ
ছিটকেপরা মগজে মানচিত্রের বাস্তব রেখা রঙ
নদীর নরম রঙেমেশা সকাল নিয়ে জাগে
তুষের সাথে রক্ত মিশে যাওয়া রোদের বিক্ষভিরঙ
হৃদয় ফাটা রক্তে শষ্যের ভিজেওঠা রঙে

জমাট বাঁধা রক্তে আঁধারের বুক ঝলসে, বারুদ
বিস্ফোরণেরমতো গর্জেওঠা মৃত্যুর সাথে
না দেখা রক্তের মিছিলে
হারিয়ে আসা স্লোগান
অস্ত্রের শব্দ পরিবর্তন নিয়ে আসা ঋতু।

রঙিণ করেতোলে বৈশাখ আনা পাল, নবান্ন রাঙানো হাল
যখন বুকের আকাশ ভরিয়ে তোলে পতাকার রঙ
মায়ের আঁচল থেকে স্নেহ-মমতার রঙ এনে
এমন এমন অনেক রঙে, রঙিণ হয়ে ওঠে স্বাধীনতা।

- Advertisement -

আরো পড়ুুর