মানব জনম । হামিদা পারভিন শম্পা

- Advertisement -
- Advertisement -

মানব জনম
হামিদা পারভিন শম্পা

সময়ের পাতা ঝরে পড়ছে
এক একটি করে,
স্মৃতির ভারে নুয়ে যাচ্ছে
মৃত্তিকার-ই উপরে।

জীবন যুদ্ধের জয় পরাজয়
কেবা মানতে পারে?
সুখের আশায় দুঃখের তরে
কেবল সন্ধি করে।

শুদ্ধ একটি মন গড়ার সাধ্য
যেই মানবের নাই,
ভুবন জয় এর স্বপ্ন বলো
কেমনে দেখতে চাই?

সময়ের চাকা দূর্বার গতিতে
মৃত্যু দুয়ারে ছুটছে,
সুখ নামক অচিন পাখি
অবহেলিত সময় লুটছে।

মানব জনম স্বার্থক হতে
কি করেছি ভবে?
স্বার্থপরতায় গিরগিটির রং ধরেছি
যেখানে যেমন হবে।

কীটপতঙ্গের মত জীবন যাপন
করবো কতকাল আর?
মানব কল্যাণে মানব জনম
বিলিয়ে করতে চাই পার।

- Advertisement -

আরো পড়ুুর