মানব জীবন
জগলুল হায়দার
চার পায়ে এসে ভাই
মা’র পায়ে পড়ি
তারপরে কিছুকাল
খুব গড়াগড়ি।
এরপর দিনে দিনে
দুই পায়ে উঠি
পৃথিবীর বাগানে
ফুল হয়ে ফুটি।
তারপর ক্রমাগত
কতো কাজ করি
জীবনের ঝোলাকে
সাধ দিয়ে ভরি।
স্বপ্নের বাঁকে বাঁকে
জোর পায়ে হাঁটি
অনাবিল আনন্দে
কতো পথ কাটি।
যাই দেখি লাগে ভালো
চোখ দুটো ভরি
পৃথিবীর পাঠাগারে
মন দিয়ে পড়ি।
প্রেম প্রীতি স্নেহ মায়া
আঁকড়িয়ে থাকি
ফেলে আসা দিনগুলি
করে ডাকাডাকি।
বয়সের ভুঁড়ি বাড়ে
চিনি কম চায়ে
ক্রমে ক্রমে দাঁড়াই যে
সোজা তিন পায়ে।
অবশেষে অপেক্ষা
জীবনের সাঁঝে
রেখে যাওয়া স্মৃতি সব
তোমাদের মাঝে।