মানিকগঞ্জের মত্ত উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের শুভ উদ্বোধন করলেন আপেল

প্রতিনিধি,মানিকগঞ্জ: মানিকগঞ্জের মত্ত এলাকায় মত্ত উচ্চ বিদ্যালয়ের ৪ তলা নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। জানা যায়, আজ (১২ জুন) শুক্রবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে মত্ত উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের শুভ উদ্বোধন করেন মত্ত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল। এসময় জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব এখন দিশেহারা, এর প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়। এই মুহুর্তে আমাদের সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।আশাকরি আমরা অতিদ্রুত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দিক নির্দেশনায় এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের নেতৃত্বে করোনা মহামারীর মোকাবেলায় এ যুদ্ধেও জয়ী হবো ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, মত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লাল মিয়া, সহকারী শিক্ষক কাজী আব্দুল মতিন, ঠিকাদার লুৎফর রহমান আবু, মশিউর রহমান শিমুল , পৌর যুবলীগ নেতা নাহিদুল ইসলাম হৃদয় , ছাত্রলীগ নেতা মাহদী আল ফারাবী, আসিবুল ইসলাম ত্রয়োসহ মত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সর্বশেষ করোনা ভাইরাস থেকে অবমুক্তির জন্য এবং জননেত্রী শেখ হাসিনার সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।

 

আলোকিত প্রতিদিন/১২ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here