মানিকগঞ্জে আ’লীগ নেতা আপেলের সহায়তা পেলো ১২ শত পরিবার

সৈয়দ এনামুল হুদা :   মানিকগঞ্জের সদরে করোনা (কভিড-১৯) ভাইরাসের প্রকোপের দরুন দরিদ্র, অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী, খাদ্যদ্রব্য এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আজ (২১ মে) বৃহস্পতিবার মানিকগঞ্জ পৌরসভার অসহায় দরিদ্র কর্মহীন পরিবারের মাঝে এসকল সহায়তা প্রদান করেছেন জেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল।


জানা যায়, পৌরসভার ১ হাজার পরিবারের মাঝে খাদ্যদ্রব্য হিসেবে পোলাওর চাল, সয়াবিন তেল, চিনি ও সেমাই এবং ২ শত পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম ফেরদৌস , পৌর নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির মহাসচিব ওলিয়ার রহমান, পৌর নাগরিক অধিকার বাস্তবায়ন মহিলা কমিটির সভাপতি শুভ্রা খান মজলিশ, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, পৌর আ’লীগের সহ সভাপতি আব্দুস সালাম, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান, ইমন চৌধুরী রনি, নাহিদুল ইসলাম হৃদয়, জেলা ছাত্রলীগ নেতা মাহদী আল ফারাবী,শাহিনূজ্জামান শাহীন,ত্রয়ো, মিশন, আকিব সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 

অন্যধারা /২১ মে ‘২০/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here