সৈয়দ এনামুল হুদা : মানিকগঞ্জ সদরে জেলা ভিত্তিক ফেসবুক গ্রুপ UNIQUE এর পক্ষথেকে দুঃস্থ, অসহায়, কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (২২ মে) শুক্রবার সদর উপজেলার নগর ভবনের সামনে দুঃস্থ অসহায় কর্মহীন ৩০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী এবং নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে গ্রুপের এডমিন ও মানিকগঞ্জ শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক ফারজানা হোসেন খান পুনম। খাদ্যদ্রব্য হিসেবে প্রত্যেকটি পরিবার পেয়েছে শেমাই, পোলাওয়ের চাল, তেল, লবন, আলু এবং মাস্ক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস ।এসময় গ্রুপের এডমিন ও মানিকগঞ্জ শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক ফারজানা হোসেন খান পুনম বলেন,স্বল্প আকারে বিতরণ হলেও আমাদের উদ্দেশ্য গ্রহণকারী প্রত্যেক পরিবারের স্বাবলম্বিতা নিশ্চিতকরণ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিক গ্রুপের এডমিন হামজা খান, এডমিন জুইরিয়া মালেক হিমেল, মোডারেটর মাহদী আল ফারাবী, মোডারেটর সাবিত সাদি, মোডারেটর নেজা মাহমুদ, মিথিলা মিথি, মোঃ মশিউর রহমান, নাহিদুল ইসলামসহ অনেকেই।
অন্যধারা /২২ জুন ‘২০/জেডএন