মানিকগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রকোপে অসহায় কর্মহীন মানুষের মাঝে দারুল আজহার মডেল মাদরাসা মানিকগঞ্জ ক্যাম্পাস এর উদ্যোগে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার (৫ মে-২০২০) দুপুরে মানিকগঞ্জের ওয়্যার্লেছ গেটে অবস্থিত মানিকগঞ্জ শাখার নিজ ক্যাম্পাসে রমজান মোবারক উপলক্ষে দারুল আজহার মডেল মাদরাসা মানিকগঞ্জ শাখার উদ্যোগে এ ফুডপ্যাক বিতরণ হয়। অনুষ্ঠানে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এ্যাড. তাওহীদুল ইসলাম তুহিন, মানিকগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আশরাফুল আলম, মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম খলিল, মাদরাসা পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ার, সিকিউর আইটি সলিউশনের জেলা প্রতিনিধি হাফেজ মাওলানা আনিসুর রহমান আনাস, সদর উপজেলা পরিষদ জামে মসজিদের সম্মানিত ছানী ইমাম মাওলানা আব্দুল আওয়াল সহ অনেকেই । প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সালাহউদ্দীন বলেন- ‘সদকা মানুষের আগত বিপদ থেকে রক্ষা করে আর বর্তমান পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোই উত্তম সদকা বলে বিবেচিত হবে। দারুল আজহার মাদরাসা খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছে আমরা তাদের সকল কাজে পাশে থাকবো ইনশাআল্লাহ’। সভাপতির বক্তব্যে মাওলানা শেখ মাহবুবুর রহমান বলেন, দেশের এ নাজুক পরিস্থিতিতে স্বামর্থবান সবাইকে স্ব স্ব স্থান থেকে কর্মহীন অসহায় মানুষদেরকে সহযোগিতা করার উদাত্ত্ব আহ্বান জানাচ্ছি। এরই সাথে তিনি এ ফুডপ্যাক বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে ঘোষণা প্রদান করেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সাপ্তাহিক অন্যধারা/৫ মে-২০২০/জেডএন