মানিকগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে এবং মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের আহবানে করোনা ভাইরাসের প্রকোপের কারনে শ্রমিক সংকটে থাকা মানিকগঞ্জ পৌরসভার প্রান্তিক কৃষকের জমির পাকা ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানা যায়, শনিবার (৩০ মে) পৌরসভার নওখন্ডা এলাকার কৃষক বাদশা জমির পাকা ধান শ্রমিকের অভাবে কেটে ঘরে তুলতে পারছিলেন না। এ খবর শুনেই হাজির ছাত্রলীগ নেতাকর্মীরা। মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ এবং পৌরসভা ছাত্রলীগের একদল নেতাকর্মীরা তার জমির ধান কেটে তা বাড়িতে পৌঁছে দেয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সদস্য আছিবুল ইসলাম ত্রয়ো , মুশফিকুর রহমান সুষম এবং পৌরসভা ছাত্রলীগের আকিব , বিধান , শান্ত , সামি , হৃদয় ও ওয়াসিম প্রমুখ।
অন্যধারা /৩০ মে ‘২০/এসএএইচ