আন্তর্জাতিক ডেস্ক : কাবুলের বিমানবন্দরের বাইরে হামলায় কমপক্ষে ১৭৫ জন আফগান এবং ১৩ মার্কিন সেনা নিহত হওয়ার এক দিন পর আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) হামলার এক পরিকল্পনাকারীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে- প্রাথমিকভাবে পাওয়া তথ্য বলছে, যাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে, তাকে হত্যা করা সম্ভব হয়েছে। তবে কোনও সাধারণ নাগরিকের মৃত্যুর তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এক কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্য থেকে একটি রিপার ড্রোন উড়ে গিয়ে নানগহরে হামলা করে, ওই সময় আইএসআইএস-কের ওই সদস্য আরেক সহযোগীসহ একটি গাড়িতে ছিলেন। হামলায় দুজনেরই মৃত্যু হয়েছে বলে তাদের বিশ্বাস। আইএসআইএস-কের পরিকল্পনাকারীর বিরুদ্ধে হামলা পরিচালনার আনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
এদিকে শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, কাবুলে আরেকটি সন্ত্রাসী হামলা হতে পারে বলে প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সতর্ক করেছে তাদের জাতীয় নিরাপত্তা দল।
গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সেদিন থেকেই দেশত্যাগে ইচ্ছুক আফগানদের ভিড় বাড়তে থাকে কাবুল বিমানবন্দরে।
অন্যধারা/সাগর