আনন্তর্জাতিক ডেস্ক : রাজধানী কাবুল থেকে যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার পরই তালেবানকে জয় উৎযাপন করতে দেখা গেছে। আকাশে গুলি ছুড়ে আফগান সদস্যরা আনন্দ প্রকাশ করে। এর আগে তালেবান দেশের নিয়ন্ত্রণ নিলেও কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণে ছিল না। অবশেষে বিমানবন্দরের নিয়ন্ত্রণও এখন তালেবানের হাতে।
কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার্কিন সামরিক বাহিনীর শেষ ফ্লাইট ছেড়ে গেছে বলে পেন্টাগন এক ঘোষণায় নিশ্চিত করেছে। ফলে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের যুদ্ধের ইতি ঘটল।
এদিকে মার্কিন সেনাদের আফগানিস্তান ছাড়ার ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছে তালেবান। এক ঘোষণায় তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তান এখন পুরোপুরি স্বাধীন। কাবুলে স্থানীয় সময় সোমবার মধ্যরাতের কাবুল বিমানবন্দর ছেড়েছে যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইট সি-১৭।
এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে তালেবানের সদস্যরা কাবুল বিমানবন্দরের ভেতরে হাঁটাহাটি করছেন। তাদের পেছনেই বেশ কিছু বিমান দেখা গেছে।
এ সময় তালেবানের এক সদস্য বলেন, আল্লাহকে ধন্যবাদ। এখানে সব বিমান পার্ক করা আছে। আমরা কাবুল বিমানবন্দরে প্রবেশ করেছি। এখানে কোনো ধরনের সমস্যা নেই। আল্লাহকে অশেষ ধন্যবাদ।
অন্যধারা/সাগর