মাহেন্দ্রক্ষণ । আশরাফ মির্জা

- Advertisement -
- Advertisement -
মাহেন্দ্রক্ষণ 
আশরাফ মির্জা

 

মনে ভাবি- মনে নেই
সে বুঝি ভুলেই গেছে,
দেখা হলে বুঝি- সেই
সব কিছু ঠিক আছে!

সেদিন হঠাৎ ওই মেলায়
অনেক দিন পরে সাক্ষাৎ
মুখে সেই হাসিটা ঝরায়
এক নজরেই কিস্তি-মাত।

এমনও থাকে, কিছু স্মৃতি
নাই তার কোনো’ই বিনাশ,
গ্রাস করে না তারে বিস্মৃতি
জেগে রয় তা অবিনাশ।

হাত ছিল ধরা ওই হাতে
চাইছিলো না মন ছাড়তে,
যে অনুভব হচ্ছিলো তাতে
তুলনা তার নাই জগতে।

সেই মুহূর্তটা স্থায়ী হয়েছে
কোন রসিকের ক্যামেরায়,
হাতের নিউরণ মন ছুঁয়েছে
এবারে আকাশ ছুঁতে চায়।

অতীত ঊর্ধ্বারোহণ বাসনা
হঠাৎ জেগে ওঠে স্মরণে,
নয়তো সেটা স্থুল কামনা
চির জাগরুক রবে চেতনে।

দিনের আলোর গভীরে
লুকায় রাতের সব তারা
আলোড়ন জাগে নিবিড়ে
হয় কখনো পাগলপারা।

- Advertisement -

আরো পড়ুুর