মায়া
সুশান্ত হালদার
জানি গো জানি রূপবতী মায়া
সেদিনও ছিলে অশরীরী করতোয়া
জলের নিচে সেকি করুণ ছাঁয়া
শুনেছি ছিলে নাকি পাঞ্চালকন্যা।
তবুও নির্মোহে অগ্নি করেছো জল মহামায়া
জলের নিচে কায়া, সেওতো করেনি দস্যিপনা
শুধু চেয়েছিলে –
দুঃশাসন যেনো মৃত্যু নিয়ে না করে খেলা।
নগরের বেশ্যা যদি আনে অনাস্থা
তবে জিতে যাবে গণভোটে পরকীয়া
পুরুষ যদি সত্যিই ভালোবাসে অশরীরী-আত্মা
তবে ব্রহ্মশক্তিই করবে রক্ষা মন্দির গীর্জা প্যাগোডা।
ওগো রূপবতী মায়া
জলজ জীবনেও খুঁজে ফিরে ডলফিন সাইবেরিয়া
পাহাড়ের ভাজে তবুও লুকোচুরি খেলে তৃষাতুর ঝরনা
সেকি মরণের খেলায় মৃত্যুর যবনিকা
নাকি প্রেমের খেলায় জয়ী হবে মায়ার ভালোবাসা