মা । ফাতেমা শিল্পী

মা
ফাতেমা শিল্পী

মা তুমি সোনা মনী লক্ষী আমার মা
এই জগতে তোমার কোনো হয়না তুলনা
তোমার দোয়া আছে বলে শান্তি লাগে মনে
আমায় নিয়ে ভাবিনা মা তুমি আছ বলে।

আদর যত্নে করেছ যখন আমায় এতো বড়
সবার ভালো করতে পারি সে দোয়া ই করো
জনম দুঃখি মাগো তোমার জনম গেলো দুখে,
তবুও তুমি বুঝতে দাওনি রেখেছ যে সুখে।

এখন আমি আছি মাগো তোমার থেকে দূরে
তবুও যেনো তোমার ছায়া আছে আমায় ঘিরে
চোখ বুঝিলে দেখি মাগো তোমার মুখচ্ছবি
কেমনে তোমায় সুখী দেখবো সে কথাই ভাবি।

না খাইয়ে আমায় মাগো খাও নি তুমি কিছু
খেতে চাইনি তবুও তুমি ঘুরেছ আমার পিছু
খোদার কাছে একটাই দাবি করি সবসময়
এতিম হওয়ার আগে যেনো আমার মরণ হয়।

তোমায় কতো ভালোবাসি মা জানে অন্তর জামি
দোয়া করো সকল ব্যথা গুচিয়ে দিবো আমি
তোমার মোঙ্গল চাই মা আমার সকল মোনাজাতে
তোমার আদর স্নেহ ছাড়া কিছু চাই না দুনিয়াতে।

সর্বোগুনে গুনি মাগো তুমি অনন্যা
আমার চোখে শ্রেষ্ঠ তুমি সয়ন সম্পূনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here